ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ। ৮ ওভারে ১ উইকেটে ২৫ রান করেছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে বাংলাদেশ।
এরপর নিজেদের ইনিংস শুরু করে চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে সাইফের উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ বলে ৮ রান করে ফিরেন সাইফ। আরেক ওপেনার তামিম ইকবাল ১০ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। জিম্বাবুয়ের ডান-হাতি পেসার ভিক্টর নায়ুচি ১১ রান খরচ করে সাইফের উইকেট নেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান