পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ারের আবেদন শুরু আগামী ২৮ ফেব্রুয়ারি। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি। ওই দিন যাদের হাতে শেয়ার থাকবে তারাই রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানির রাইট ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির সূত্র মতে, সাইফ পাওয়ারটেক ১:১ অনুপাতে ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।
এর আগে গত ১৮ ডিসেম্বর কোম্পানির এজিএমে রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানায়। এরপরে কোম্পানিটি বিএসইসির কাছে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করে।কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সুত্র: অর্থসূচক