বিশ্বব্যাপী সাইবার হামলার আতঙ্ক বেড়ে যাওয়ায় চলমান হামলা থেকে নিজেদের রক্ষার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
আইসিটি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, র্যানসমওয়্যার ভাইরাস ক্রিপ্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানো হচ্ছে। এই হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা জরুরি। প্রতিদিনি ডাটা ব্যাকআপ নেওয়া এবং নিরাপদে অন্য কোথাও রেখে দেওয়া যায়।
উইন্ডোজ চালিত কম্পিউটারে MS17-010 প্যাচ (patch) দিয়ে হালনাগাদ করতে বলা হযেছে। অজ্ঞাত উৎস থেকে র্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না; এতে নতুন করে সাইবার হামলা হতে পারে।
অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে আগত ই-মেইল এর সোর্স যাচাই না করা পর্যন্ত সেগুলোর ভিতরে থাকা লিংকগুলিতে ক্লিক করা উচিত হবে না।
সব সময় সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে স্যুচ চালু রাখতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য https:// www.cirt.gov.bd/wannacry ransomeware how- to- protect- yourself. লিংকটি ভিজিট করতে অনুরোধ করেছে আইসিটি বিভাগ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৭ মে ২০১৭