রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সড়ক পরিবহনের প্রচলিত আইন পরিবর্তন এবং প্রিয়জন হত্যাকারীদের দৃস্টান্তমুলক শাস্তি ও সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ যাত্রি অধিকার আন্দোলন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ ২৩টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন একটি নাগরিক সমাবেশের আয়োজন করেছে।
শনিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সমাবেশে উপস্হিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস।
এছাড়াও এ সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ যাত্রি অধিকার আন্দোলনের সদস্য সচিব সোহাগ মহাজন, সুবন্ধনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাধারন সম্পাদক আলম আহম্মেদ ইমনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
আজকের বাজার/একেএ