মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রোববার,১৪ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রথম দিনের মতো রিভেউ শুনানি শেষ হয়। এ দিন সাইদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন লিখিত রিভিউ আবেদনটি পড়ে শোনান। এরপর আদালত দুপুর সোয়া ১টার দিকে রিভিউ শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বেলা ১২টার দিকে সাইদীর শুনানি শুরু হয়।
সবশেষ সাঈদীর রিভিউ আবেদনটি গত ৬ এপ্রিল আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সেদিন সাঈদীর আইনজীবীদের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য ১৪ মে নির্ধারণ করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রেপক্ষের আবেদনের পাঁচ দিন পর (১৭ জানুয়ারি) শাস্তি থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।
আজকের বাজার:এলকে/ এলকে/১৪ মে ২০১৭