অষ্ট্রেলিয়ার অঙ্গরাজ্য সাউথ অষ্ট্রেলিয়ায় ছয় দিনের কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
অ্যাডেলেইডে করোনার আকস্মিক গুচ্ছ সংক্রমণ দেখা দেয়ার পর কর্তৃপক্ষ বুধবার এ ঘোষণা দেয়। মধ্যরাত থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে।
রাজ্যজুড়ে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া স্কুল, রেষ্টুরেন্ট ও ফ্যাক্টরিও এ সময়ে বন্ধ থাকবে।
দেশের বাইরে থেকে আসা ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের কাজে ব্যবহৃত হোটেলে ২২টি গুচ্ছ সংক্রমণ দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ প্রসঙ্গে রাজ্য প্রধান স্টিভেন মার্শাল বলেন, আমরা আগেভাগে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। সময় খুবই মূল্যবান। আমাদেরকে খুবই দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ নিতে হচ্ছে। পরিস্থিতি কতোটা খারাপ হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি না।