তৃতীয় সাউথ এশিয়ান আর্চারিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।সব মিলিয়ে মোট পাঁচটি স্বর্ণপদক জিতেছে স্বাগতিক আর্চাররা। রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইব্রাহীম শেখ, একই ইভেন্টে মেয়েদের বিভাগে স্বর্ণ জিতলেন ভারতের হিমানী।
ছেলেদের কম্পাউন্ড এককে স্বর্নজয়ী ভারতের হারিস পারসা; একই ইভেন্টে মেয়েদের বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোকসানা আক্তার।এ ছাড়া কম্পাউন্ড মিক্সড ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন বাংলাদেশের অসীম কুমার দাস ও বন্যা আক্তার।
বিকেএসপিতে তিন দিন ধরে চলা প্রতিযোগিতার শেষ দিনে খেলা শুরু হয়েছে সকাল থেকে, এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া পাচ ইভেন্টের তিনটিতে জিতেছে স্বাগতিকরা, বাকী দুটি স্বর্ণপদক জিতেছে ভারতের প্রতিযোগীরা।
আজকের বাজার/আরজেড