সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের কর্পোরেট শাখায় (বিএসসি টাওয়ার, দ্বিতীয় তলা, ২-৩ রাজউক এভিনিউ, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বা/এ, ঢাকা) সম্প্রতি এটিএম বুথ উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী। এ সময়ে উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল মান্নান, মোঃ মোকাদ্দেস আলী ও আসিরুল হক, ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ক্রেডিট ডিভিশনের প্রধান এএসএম হোজাইফা নোমান, আন্তর্জাতিক বিভাগের প্রধান এএনএম ময়েজ আহমেদ, এসবিএসি করপোরেট শাখার ব্যবস্থাপক শেখ শরফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।