সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পাঁচ্চর উপ-শাখা মাদারিপুর জেলার শিবচরে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ হাফিজুর রহমান, কার্ড বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পাঁচ্চর উপশাখার ইনচার্জ নিশাত চৌধুরী।