পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮০তম শাখার কার্যক্রম মঙ্গলবার ১৭ ডিসেম্বর, ২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। উপজেলার শহীদ মিনার সড়কের এন হক এন্ড সন্স মার্কেটে অবস্থিত ব্যাংকের শাখা চত্বরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাণ্ডারিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইজুর রশিদ খসরু জমাদ্দার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ হাফিজুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, বরিশাল শাখার ব্যবস্থাপক সৈয়দ হাফিজ আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক তানভির আহমেদ জয়।