সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আইটি ডিভিশনের উদ্যোগে ‘ডিজিটাল রূপান্তর ও সাইবার সুরক্ষার সচেতনতা’ শীর্ষক কর্মশালা শনিবার ২৪ আগস্ট, ২০১৯ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক কর্মশালা উদ্বোধন করেন। এসময়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, আইটি ডিভিশনের প্রধান মোঃ মিজানুর রহমানসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।