সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সুরক্ষা মিলিওনিয়র স্কিমে এক হিসাবধারী মৃতবরণ করায় বীমা দাবির চেক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মোঃ কামাল উদ্দিন ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, গার্ডিয়ান লাইফ ইন্স্যুন্সের ইভিপি ও হেড অব ব্যাংক অ্যাসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, ব্যাংকের এসইভিপি মোঃ হাফিজুর রহমান, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব ক্রেডিট আব্দুল মান্নান, হেড অব ব্যাংকিং অপারেশন্স আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাসুরেন্সের বিভাগের ভিপি মাশফিকুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আনিকা ফারহানা রশিদ প্রমুখ। মৃত্যুবরণকারী হিসাবধারীর পক্ষে তার সন্তান আল-আমিন চেকটি গ্রহণ করেন। ‘এসবিএসি সুরক্ষা মিলিওয়নিয়র স্কিম’-এ ব্যাংকই হিসাবধারীর পক্ষে বীমার প্রিমিয়াম পরিশোধ করে থাকে। এর আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুতে পাঁচ লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। এ স্কিমে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিয়ে মেয়াদান্তে ১০ লক্ষ টাকার মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।