সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০১৯ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। যা ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমোদনসাপেক্ষে এ লভ্যাংশ দেওয়া হবে। আজ সোমবার ব্যাংকের ১০৬তম ভার্চুয়াল বোর্ড সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। ব্যাংকের ভাইস-চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী সভায় অংশ নেন। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া আগামী ১৮ আগস্ট, ২০২০ তারিখে ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।