এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।সাউদাম্পটনকে হারানোর মধ্যে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল জায়ান্টরা।
রবিবার রাতে লড়াইটা ভালো করেছে সাউদাম্পটন।তবুও শেষ রক্ষা হয়নি।সেমিফাইনাল থেকে ছিটকে পড়ল সাউদাম্পটন।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে অনেক চেষ্টা চালিয়েও গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। তবে বিরতি থেকে ফিরেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন অলিভিয়ের জিরু। ইডেন হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৪৬ মিনিটে গোল করে ডেডলক ভাঙেন তিনি।
ম্যাচের শেষ দিকে লিড ডাবল কোরে আন্তোনিও কন্তের শিষ্যদের জয় নিশ্চিত করেন আলভেরো মোরাতা। ১৯মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ব্লুজরা।
আজকের বাজার/আরজেড