ব্রাজিলের বাণিজ্যিক নগরী সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গতরাতে ১২ জনের মৃত্যু ও ছয় জন আহত হয়েছে। সোমবার দেশটির দমকল কর্মীরা একথা জানান।
দেশটির সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রিবেরাও পিরেস শহরে এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের চার সদস্য মারা গেছে ও আরো দুই জন আহত হয়েছে। মধ্যরাতের দিকে একটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,এম্বু ডাস আর্টেসে অপর এক ভূমিধসের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া সাও কাইতানো ডু সুলে পানিতে ডুবে তিনজন, সাও পাউলোতে একজন, পার্শ্ববর্তী সান্তো আন্দ্রেতে দুইজন ও বাণিজ্যিক নগরী সাও বার্নার্ডো ডো কাম্পোতে একজন মারা গেছে।
দমকল কর্মীরা সাও পাওলোতে কাদামাটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ব্রাজিলের সবচেয়ে বড় ও বাণিজ্যিক নগরীটিতে ২ কোটির বেশি মানুষের বাস।
সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর কোন কোন স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে।
গভর্নর জোয়াও দোরিয়া বাসিন্দাদের তাদের যথা সম্ভব বাড়িতে অবস্থান করতে বলেছেন।