সাকিবের বদৌলতে কোনোরকম প্রতিরোধের মুখোমুখি না হয়েই কলকাতার বিপক্ষে জয় পায় সানরাইজার্স। সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে তাঁর স্ত্রী-কন্যাও গ্যালারিতে বসে উপভোগ করলেন সাকিব-নৈপুণ্য।
এবার আইপিএল খেলতে স্ত্রী উম্মে শিশির ও মেয়ে আলাইনাকে নিয়ে ভারতে উড়াল দেন সাকিব। এবারই প্রথম নয়, এর আগেও টি- টোয়েন্টির এই ছোট সংস্করণে সস্ত্রীক খেলতে গিয়েছিলেন বাংলাদেশের এই অধিনায়ক। নিয়মিত মাঠে দেখা পাওয়া যেত শিশিরকে। গ্যালারিতে বসে পরিবারের এই মৌন সমর্থনই হয়তো সাকিবকে ভালো পারফরম্যান্সের জন্য উৎসাহিত করে।
গতকাল রোববার রাতের ম্যাচে শিশির ও আলাইনা দুজনের গায়েই ছিল সানরাইজার্স হায়দরাবাদের অফিশিয়াল জার্সি। বেশ কিছুদিন আগে শিশির তাঁর ফেসবুক পেজে নিজের ও মেয়ের নামের দুটি জার্সির ছবি প্রকাশ করেন। সেখানে সানরাইজার্সের নতুন সংস্করণের নিজের ও মেয়ের নামের দুটি জার্সি ফ্র্যাঞ্চাইজি দল থেকে উপহার পান সাকিবপত্নী। সেই জার্সি গায়েই মাঠের গ্যালারিতে সাকিবকে উৎসাহ দিতে দেখা যায় সাকিবের পরিবারের দুই সদস্য
আজকের বাজার/আরজেড