বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪শ উইকেট শিকারের মালিক হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে ৪শ উইকেট পূর্ণ করেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেট নেন সাকিব। এতে ঘরের মাঠে ৪শ শিকার থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে শিকার করে ৪শ উইকেট পূর্ণ করেন সাকিব। ম্যাচে ১০ ওভারে ৫০ রানে ২ উইকেট নেন তিনি। এতে ২১১ ম্যাচে এখন ৪০১ উইকেটের মালিক সাকিব।
সাকিবের আগে ঘরের মাঠে তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে আট বোলার ৪শ উইকেট শিকার করেছেন। তারা হলেন- শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (১৮৩ ম্যাচে ৬৪৭ উইকেট), ইংল্যান্ডের জেমস এন্ডারসন (২০০ ম্যাচে ৫৭৩ উইকেট)-স্টুয়ার্ট ব্রড (১৭৯ ম্যাচে ৫০১ উইকেট), ভারতের অনিল কুম্বলে (১৫৩ ম্যাচে ৪৭৬ উইকেট), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১৫৩ ম্যাচে ৪৫৩ উইকেট)-গ্লেন ম্যাকগ্রা (১৬১ ম্যাচে ৪৪৯ উইকেট), দক্ষিণ আফ্রিকার শন পোলক (১৯৭ ম্যাচে ৪৪২ উইকেট), ভারতের রবিচন্দ্রন অশিন (১১৮ ম্যাচে ৪২৪ উইকেট)। (বাসস)