সাকিবের আরও পাঁচ

পাঁচ আর পাঁচ। চলতি টেস্টে সব মিলিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ালো দশে। তবে আজকে সাকিবের পাঁচ উইকেট বাংলাদেশের জন্য অনন্য পাওয়া। ক্রিকেটের বাস্তবতায় বাংলাদেশের জয় এখন সময়ের ব্যাপার। গ্লেন ম্যাকওয়েলের উইকেট পতনের ফলে অজিদের ভরসার শেষ প্রদীপও নিভে গেল।

যদি অলৌকিক কোনো ঘটনা অস্ট্রেলিয়ার বাকি দুই ব্যাটসম্যান না ঘটান তবে দুইটি উইকেট এখন কেবল আনুষ্ঠানিকতা। কারণ জয়ের জন্য অজিদের দরকার এখনও ৬১ রান। হাতে আছে মাত্র দুই উইকেট।

লাঞ্চের পরে প্রথম বলেই সাকিবের ৫ম শিকারে পরিণত হন ম্যাক্সওয়েল। তিনি করেছিলেন ১৪ রান।

মঙ্গলবার ও বুধবার সকালে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার ২৬৫ রানের টার্গেটকে অনেকটাই সহজ করে দিলেও সেই কাজটা কঠিন করে দিলেন সাকিব আল হাসান।

চতুর্থ দিনের লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ৭ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১৯৯। জয়ের জন্য তাদের দরকার আরও ৬৬ রান। আর বাংলাদেশের দরকার ৩ উইকেট।

সাকিবের চতুর্থ শিকারে পরিণত হলেন ম্যাথু ওয়েড। তিনি করেছিলেন মাত্র ৪ রান। ওয়েডের ফিরে যাওয়া বাংলাদেশের আশাকে আরও উজ্জল করেছে।

তবে একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া অজিদের পক্ষে স্বীকৃত আর কোনো ব্যাটসম্যান না থাকায় ম্যাচের পাল্লা এখন অনেকটাই বাংলাদেশের দিকে ঝুঁকেছে।

সাকিবের দুইটি আঘাতের পরে তাইজুল ফেরালেন পিটার হ্যান্ডসকমকে। তিনি করেছিলেন ১৫ রান।

চতুর্থ দিনের শুরুর দিকে শতক পাওয়া ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙেছেন সাকিব। ভাঙে ১৩০ রানের তৃতীয় উইকেট জুটি।

এর কিছু পরেই দলের ১৭১ রানের মাথায় ওই সাকিবের বলেই আউট হন স্মিথ। তিনি করেছিলেন ৩৭ রান।

স্মিথ ফেরার পরে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি এখন ১৩ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে নামেন ম্যাথু ওয়েড।

তবে ওয়েড মাত্র ৪ রানে ফিরে গেলে ম্যাক্সওয়েলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন অ্যাস্টন অ্যাগার। কিন্তু তাইজুলের বলে মাত্র ২ রান করেই কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অ্যাগার।

আজকের বাজার: আরআর/ ৩০ আগস্ট ২০১৭