সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় আহত হয়েছেন টাইগার সমর্থকরা। সেই সাথে আহত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাও।
আইসিসি থেকে দুঃসংবাদ পাওয়ার পর মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাশরাফি।
তিনি লেখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার এ ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!’
আইসিসিরি দুর্নীতি-বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লংঘনের তিনটি অভিযোগ সাকিব আল হাসান স্বীকার করে নেন। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
দুই বছরের নিষেধাজ্ঞার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।