সাকিবের পর এবার বিশ্রাম চাচ্ছেন তামিম!

সাকিবের পর এবার বিশ্রাম চাচ্ছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান! গতকাল থেকে বিসিবি পাড়ায় ভাসছে এমন গুঞ্জন। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন লাহোরে রয়েছেন বাংলাদেশের এ ওপেনার। দেশে ফিরে তামিম নাকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়ে ছুটি চাইবেন বিসিবির কাছে।

তামিম ছুটি চাইবেন, এ কথা তো চাচা আকরাম খানের জানারই কথা। কারণ তিনি তামিমের চাচাই কেবল নন, বিসিবির অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটিরও চেয়ারম্যান। তামিমের ছুটি চাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ও তো এখন পাকিস্তানে। দেশে আসুক তারপর সব কিছু স্পষ্ট হবে। আমি এখনও এ বিষয়ে কোনো কিছু জানি না।’

এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভারপ্রাপ্ত ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুও। সাকিবের অনুপস্থিতি এমনিতেই তার দল গঠন অনেক কঠিন করে দিয়েছে, তার ওপর তামিমের ছুটি চাওয়ার গুঞ্জন! এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি।’

শনিবার দেশে ফিরতে পারেন তামিম। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুদিন পরই দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ছুটি মেলায় দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান। তিনি দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট সিরিজের পর।

আজকের বাজার : এমএম / ১৪ সেপ্টেম্বর ২০১৭