মেহরাজ মোর্শেদ : মাত্র ১০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে খেলায় ফিরিয়ে আনতে লড়াই করছে চতুর্থ উইকেটে তামিম-সাকিবের জুটি। লাঞ্চের পর খেলতে নেমে ফিফটি পেয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ৬৪ রানে অপরাজিত আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ওপেনার তামিম অপরাজিত আছেন ৬০ রানে। দুজনেই আজ খেলছেন নিজেদের ৫০ তম টেস্ট।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০ ওভার শেষে ৩ উইকেটে ১৩৯ রান। দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউড।
আজকের বাজার: এমএম/ ২৭ আগস্ট ২০১৭