বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়া সরগরম। বিসিবির কাছে দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের ধর্মঘট শেষ হবার পরে ভারত সফরের আগে আবার শোরগোল সাকিব ইস্যু নিয়ে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটা প্রত্যাখ্যান করলেও নিয়মানুযায়ী আইসিসিকে সেটা জানাননি সাকিব আল হাসান। আর সেই কারণেই নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। সেটা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৯ অক্টোবর) দৈনিক সমকালে এক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয় প্রথম পাতায়। সেখান থেকেই মূলত সবাই জানতে পারে এই ব্যাপারে। আজ গণমাধ্যমের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে সমকালের এক সাংবাদিক প্রশ্ন করেন সাকিব ইস্যু নিয়ে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে ও তাঁকে সমর্থন দেবে। যে ব্যাপারটা ঘটেছে তাতে সাকিব গুরুত্ব দেয়নি, আইসিসিকে জানায়নি। জানানো উচিত ছিলো। আইসিসি কিছু ব্যবস্থা নিলে আমাদের কিছু করার থাকেনা। সাকিব ভুল করেছে, বুঝতে পারছে। আমাদের খুব বেশি যে করণীয় আছে তা কিন্তু না।’
প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন ক্রিকেটারদের হুট করে ধর্মঘটে যাওয়াটা পছন্দ হয়নি তাঁর।
ক্রিকেট নিয়ে যা হচ্ছে, ক্রিকেটারদের হঠাৎ করে ধর্মঘট ডাকা। ওরা কিন্তু আগেই জানাতে পারতো, সেটা কিন্তু করেনি। কথা নেই বার্তা নেই হুট করে ধর্মঘটের ডাক দিলো। আমার জানা মতে ক্রিকেটাররা আগে এমন করেননি। যাহোক, পরে এটা মিটে গেছে। আমরা (বিসিবি) যেভাবে সমর্থন দিই, পৃথিবীর কম দেশেই এমন সমর্থন দেয়।’