ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার, ১৭ নভেম্বর ঘোষিত দলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি ফিরেছেন সৌম্য সরকার ও নাঈম হাসান।
অপরদিকে সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ভালো না করায় দলে জায়গা হারিয়েছেন ওপেনার লিটন দাস।
এছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, দুই পেসার আবু জায়েদ ও শফিউল ইসলাম এবং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
দুবাইয়ে এশিয়া কাপের খেলায় চোটের কারণে দল থেকে ছিটকে পড়া তামিম ইকবাল পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এবারের সিরিজেও খেলতে পারছেন না।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
আজকের বাজার/এমএইচ