বিশ্বের সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের জীবনভিত্তিক শিশুতোষ বই ‘হালুম’ অমর একুশে গ্রন্থমেলায় বাজিমাত করেছে। প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্রন্থমেলায় দুই দিনেই ২ হাজারের মতো কপি বিক্রি হয়েছে।
অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৬ নম্বর প্যাভিলিয়নের পার্ল পাবলিকেশন্সে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে বইটি।
সন্ধ্যায় সরেজমিন পার্ল পাবলিকেশন্সে দেখা যায়, বইপ্রেমীদের আগ্রহের তালিকায় প্রথম ছিল সাকিব আল হাসানের বইটি। শিশুতোষ বই হলেও সকল শ্রেণির মানুষ বইটি একনজর দেখছেন এবং অনেকেই কিনছেন।
মিরপুরের সনজিদা আক্তার ‘হালুম’ বইটি কেনার কারণ জানিয়ে বলেন, 'আমার তিন বছরের বেবি আছে, তাকে পড়াবো। এখানে সুন্দর সুন্দর ছবি এবং সহজ ভাষায় সাকিবের জীবনের বেড়ে ওঠার গল্প আছে। যেটা পড়ে আমার বেবি উৎসাহিত হবে।'
নাহিদ হাসান নামে পার্ল পাবলিকেশন্সের এক কর্মী বলেন, 'সোমবার বিকেলে শিশুতোষ বইটির মোড়ক উন্মোচন করেন সাকিব আল হাসান। গতকাল মোড়ক উন্মোচনের পর আমরা ১ হাজার ৪০০ কপি বই বিক্রি করেছি। আর আজকে সন্ধ্যা পর্যন্ত ৯শর অধিক বই বিক্রি হয়েছে।'
তিনি বলেন, 'বইটি কেবল এসেছে এবং ক্রেতার সংখ্যা আরো বাড়বে।' এর আগে সোমবার বিকেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।
তখন বই সম্পর্কে তিনি বলেন, ‘হালুম’ প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বইটিতে আমার শৈশব ও কৈশোরের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে, যা শিশুদের অনুপ্রেরণা জোগাবে বলে আমি আশা করি।’
বইটি প্রকাশের উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের বিটিএল অপারেশন সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) খন্দকার আশিক ইকবাল বলেন, ‘বাংলাদেশে শিশু-কিশোরদের কাছে সাকিব আল হাসান একজন রোল মডেল। সাকিবকে অনুসরণ করে অনেকেই জীবনে সাফল্য লাভের স্বপ্ন দেখে। সাধারণ এক কিশোর থেকে সাকিবের তারকা হওয়ার কাহিনী শিশু-কিশোরদের জানানোর জন্য বাংলালিংক ‘হালুম’ প্রকাশের উদ্যোগ নেয়। বইটি শিশু-কিশোররা উপভোগ করবে বলে আমি আশা করছি।
গ্রন্থমেলা ছাড়াও বিভিন্ন বুকস্টোর ও অনলাইন স্টোরে শিশুতোষ এ বইটি পাওয়া যাবে বলে জানা গেছে।
আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮