চেন্নাই সুপার কিংসের কাছে ২ উইকেটে হেরেছে সাকিবের হায়দারবাদ।
সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ধোনির চেন্নাই।
টস হেরে আগে ব্যাট করে হায়দ্রাবাদ। শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। রানের খাতা খোলার আগেই প্যাভেলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। দলীয় ৫০ রানের মাঝেই চার উইকেট হারায় হায়দ্রাবাদ। ১২ রান করে আউট হন সাকিব নিজেও।
শেষ দিকে কার্লোস ব্রাথওয়েটের ঝোড়ো ৪৭ রানে ১৩৯ রানের সংগ্রহ পায় সানরাইজার্স।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে চেন্নাই। ব্যর্থ হন ক্যাপ্টেন ধোনিও। তবে ফাফ ডু প্লেসির ব্যাটে জয়ের আশা টিকিয়ে রাখে চেন্নাই।
৯৭ রানে ৭ উইকেট হারিয়েও দু প্লেসির ৬৭ আর শার্দুল ঠাকুরের ১৫ রানে ফাইনালে পৌঁছায় চেন্নাই। এই ম্যাচে হেরেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে, ফাইনালে যাওয়ার সুযোগ থাকলো সাকিবের হায়দ্রাবাদের সামনে।
আরডেজ/