সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়েরর সিদ্ধান্তের বিরোধিতা করায় সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোচনীয় পরাজয়ের ওই ম্যাচটির এ ঘটনায় আইসিসি ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি সাকিবকে একটি ডিম্যারিট পয়েন্ট দিয়েছেন।
টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আইসিসির এ সিদ্ধান্ত মেনে নেয়ায় আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
প্রসঙ্গত, ম্যাচটির ১৪তম ওভারে উইন্ডিজ বোলার থমাসের বল পুল করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় লেগ স্টাম্পের বাইরে দিয়ে সেটি চলে যায় উইকেট কিপারের কাছে।
সাকিব দাবি করেন, এটা ওয়াইড। কিন্তু আম্পায়ারদের যুক্তি, বলটা তাঁর জার্সি ছুঁয়ে গেছে। ফলে বেশ খানিকক্ষণ আম্পায়ারের সাথে তর্ক চালিয়ে যান তিনি। যার ফলশ্রুতিতে এই শাস্তি।
এমন শাস্তি সাকিবের ক্ষেত্রে নতুন কিছু নয়। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে সেই আগুনে ম্যাচেও একটি ডিম্যারিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
আজকের বাজার/এমএইচ