বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-২০ সংস্করণে (সব মিলিয়ে) ৩৫০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। গতরাতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৪ রানে ১ উইকেট নিয়ে এই সংস্করণে ৩৫০ শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৩০২ ম্যাচে এই মাইলফলক গড়েন তিনি।
সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজ সুনীল নারাইন-ডোয়াইন ব্রাভো ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। নারাইন ৩৩৩ ম্যাচে ৩৭৬ উইকেট, মালিঙ্গা ২৮৬ ম্যাচে ৩৮৫ উইকেট ও ব্রাভো ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট।
এছাড়া, আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-২০তে ৩৫০ উইকেট ও অন্তত ৪০০০ রানের মালিক তিনি। এক্ষেত্রে সাকিবের উপরে আছেন ব্রাভো। ৪৫০ ম্যাচে ব্যাট হাতে ৬২৯৮ রানের পাশাপাশি ৪৯০ উইকেট নিয়েছেন ব্রাভো।
আজকের বাজার/লুৎফর রহমান