সাকিবের ৭ হাজার রান

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছিলেন সাকিব। ২৪ রান দূরে থেকে প্রথম ওয়ানডে খেলতে নামেন তিনি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এই ফরম্যাটে ৩শ উইকেটও আছে এই অলরাউন্ডারের।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি।
বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান স্পর্শ করেন তামিম। ২৩৫ ম্যাচের ২৩৩ ইনিংসে ৮১৪৬ রান আছে তামিমের।