সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে বিএফআইইউ

ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ এবং অন্য পাঁচ ব্যক্তির হিসাবের বিবরণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ্যান্টি-মানি লন্ডারিং এজেন্সি আজ এক চিঠিতে ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সকল ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থার বিভিন্ন হিসাবের তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করেছে।
অন্য পাঁচজন হলেন আবুল কালাম মাদবর, মোহাম্মদ নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কনিকা আফরুজ ও কাজী সাদিয়া হাসান।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে এর আগে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার সংক্রান্ত বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। (বাসস)