সাকিব ও সোহানকে জরিমানা

স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও টাইগার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি ক্রিস ব্রড সাকিবকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। ডিমেরিট পয়েন্ট পেয়েছেন একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানও।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে গত শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ওয়ান বাউন্স সিগন্যাল দেন আম্পায়ার। দ্বিতীয় বলটি প্রথম বলের চেয়ে আরো উপর দিয়ে চলে যায়। কিন্তু আম্পায়ার বলটি নো বল দেননি। এ নিয়ে শুরু হয় হট্টগোল।

বাংলাদেশের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে নো বলের আবেদন জানান। এ নিয়ে আম্পায়ার ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশী ক্রিকেটারদের কথা কাটাকাটি হয়। তারপরও আম্পায়ার বলটিকে ‘নো বল’দেননি। পরে অধিনায়ক সাকিব ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানকে মাঠ থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেন।

এদিকে উত্তেজনার সেই মুহূর্তে নুরুলের সঙ্গে কথার লড়াই হয়েছিল লঙ্কান খেলোয়াড়দের। আর তাই তাকেও জরিমানা করা হয়েছে।

উল্লেখ, এ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালে নামে লিখিয়েছে বাংলাদেশ।

আজকেরবাজার/এস