দ্বাদশ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। গতকাল বিশ্বকাপের ২৬তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওয়ার্নার। যার মাধ্যমে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তালিকার শীর্ষস্থান দখল করেন তিনি। ৬ ম্যাচের ৬ ইনিংসে ওয়ার্নারের রান এখন ৪৪৭।
এই ম্যাচের আগে এ তালিকার শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৫ ম্যাচের ৫ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে ৩৮৪ রান করেছিলেন সাকিব। তবে নটিংহামের ম্যাচ চলাকালীন ৫৩ রানের ইনিংস খেলে সাকিবকে টপকে যান ফিঞ্চ। ৬ ম্যাচের ৬ ইনিংসে ৩৯৬ রান করে শীর্ষস্থান দখল করেন ফিঞ্চ।
পরবর্তীতে ১৬৬ রানের ইনিংস খেলে নিজ দলের সতীর্থ ফিঞ্চকে পেছনে ফেলেন ওয়ার্নার। আজই ওয়ার্নারকে পেছনে ফেলতে হলে এ ম্যাচে ৬৪ রান করতে হবে বাংলাদেশের সাকিবকে।
আজকের বাজার/এমএইচ