জেলার সাগরদাঁড়ির আম্রকাননে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়কসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। সভায় ৯ দিনব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক পস্তুতি নেয়া হয়েছে। মধুমেলার অঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।