'গ্রিন সি' কচ্ছপের লিঙ্গ নির্ভর করে ডিম ফোটার আগে সাগর তীরের বালি ও সাগরের পানির তাপমাত্রার ওপর।
বিজ্ঞানীরা বলছেন, সাগরের তাপমাত্রা যত বাড়ছে, পুরুষ কচ্ছপের জন্ম তত কমে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফের উত্তরাঞ্চল কচ্ছপের প্রজননের প্রধান একটি জায়গা। সেখানে দুই লাখ কচ্ছপের ওপর এক গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, ডিম ফুটে প্রধানত নারী কচ্ছপ বেরুচ্ছে।
বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন, এ অবস্থা চলতে থাকলে নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যতার অভাবে কচ্ছপের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
বিজ্ঞানীরা এখন উপায় খুঁজছেন কীভাবে ফোটার আগে ডিমগুলোর জন্য শীতল পরিবেশ নিশ্চিত করা যায়।
কুইন্সল্যান্ডে পরিবেশ দপ্তরের বিজ্ঞানী ড. কলিন লিম্পাস বলছেন, ডিম ফোটার আগের দিনগুলোতে কৃত্রিম বৃষ্টি তৈরি করে বালি ঠাণ্ডা রাখার কথা বিবেচনা করা হচ্ছে যাতে পুরুষ-নারী কচ্ছপের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়।
এছাড়া, সাগরের বিচের যে জায়গাগুলোকে কচ্ছপ ডিম পাড়ে, সেখানে তাঁবু খাটিয়ে বালি ঠাণ্ডা রাখার কথাও ভাবা হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা
আজকের বাজার: এসএস/ ১৫ জানুয়ারি ২০১৮