সাগরে মাছ ধরতে গিয়ে ফেরেনি ৩৩ জেলে

৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৪টি ট্রলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না গতকাল সন্ধা পর্যন্ত। আজ দুপুরে ২টি ট্রলারের সঙ্গে যোগাযোগ করা গেলেও অপর ২টি ট্রলারের ৩৩ জন জেলে ও মাঝির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি বলে জানা গেছে।

আজ শুক্রবার মহিপুর -আলীপুর মৎসব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা এই তথ্য নিশ্চিত করেন।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৫ দিন আগে মহিপুর – আলীপুর মৎস ব্যবসায়ী সমবায় সমিতির অন্যান্য ট্রলারের সঙ্গে এফবি দেলোয়ার, এফবি হাবিব খলীফা, এফবি বিসমিল্লাহ ও এফবি নূরভানু ৭০ জন জেলে ও মাঝি নিয়ে মহিপুর-আলীপুর ঘাট ত্যাগ করে। গত দুই দিন থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অন্যান্য ট্রলারগুলেঅ নিরাপদ আশ্রয় কিনারে ফিরে আসলেও গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ৪টি ট্রলারের ৭০ জেলে ও মাঝির কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আজ দুপুর ২ টার দিকে মহিপুর -আলীপুর মৎসব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, আজ সকাল ১০ টার দিকে তাকে মোবাইল ফোনে এফবি বিসমিল্লাহ ও এফবি নূরভানু ট্রলারের জেলেরা জানিয়েছেন গতকাল দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পশ্চিম সীমান্তে তাদের ট্রলার দুটি যান্ত্রিক ত্রুটির কারণে সুন্দরবনের ভেদাখালী পয়েন্ট দিয়ে মংলার কাছাকাছি আশ্রয় নিয়েছে। ওই ট্রলার দুটিতে ৩৭ জন জেলে রয়েছেন। এ দিকে নিখোঁজ অপর দুটি ট্রলার এফবি দেলোয়ার ও এফবি হাবিব খলীফা ট্রলারের নিখোঁজ ৩৩ জন জেলে ও মাঝির সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহিপুর -আলীপুর মৎসব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।