সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদঘাটন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মামলার তদন্তের দায়িত্বে থাকা র‌্যাব শিগগিরই সবাইকে আলোকিত করবে।

রোববার ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদকিদের এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছয় বছর পূর্ণ হওয়ার পরও ওই হত্যার রহস্য উদঘাটনা না হওয়ার পেছনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা নেই।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে এই সাংবাদিক দম্পতিকে নিজ বাসায় হত্যা করা হয়। সাগর সরোয়ার বেসরকারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

এ হত্যাকাণ্ডের ৬ বছর আজ। কিন্তু এখনও কোন খুনিকে শনাক্ত করা যায়নি। আর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে ৫৪ বার।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮