সাগর-রুনি হত্যার বিচার দাবি

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার চেয়ে সমাবেশ করেছে সাংবাদিক নেতারা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য দেয় সাংবাদিক নেতারা।

তারা বলেন, অপশক্তির কাছে পরাজিত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে সাংবাদিক সাগর-রুনি দম্পতি ওপারে চলে গেছেন। কিন্তু তারা রেখে গেছেন তাদের একমাত্র সন্তান মেঘকে। মেঘ বড় হচ্ছে। সে জানতে-বুঝতে শুরু করেছে-তার মা-বাবাকে কে বা কারা হত্যা করেছে। সে হয়তো একদিন তা মা-বাবার সহকর্মীদের কাছে জানতে চাইবে কী দোষ ছিল তাদের? তখন আমরা কী জবাব দেবো।

তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ৬ বছর পূর্ণ হয়েছে আজ। কিন্তু গ্রেপ্তার হয়নি কোনো আসামী। হয়নি কোনো বিচার। কেন হয়নি তা এখনও সবার কাছে অজানা। তদন্ত কাজে তেমন কোনো অগ্রগতি নেই।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী (শুভ),সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন সাংবাদিক নেতারা।

২০১২ সালের আজকের দিনে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনিকে। ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের কথা বলেছিলেন। সেই ৪৮ ঘণ্টা পেরিয়ে ৭২ মাসে এসে ঠেকেছে। কিন্তু এখনো কী কারণে, কারা খুন করেছে এ তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

পুলিশ, গোয়েন্দা পুলিশের (ডিবি) পর র‍্যাবের তদন্তেও স্থবিরতা। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত আদালতের কাছ থেকে ৫৪ বার সময় নেওয়া হয়েছে। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন র‍্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী ১৩ মার্চ ধার্য করেন।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮