গাইবান্ধার সাঘাটায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। এসময় সাদিক (৬) নামের আরেক শিশু পানিতে ডুবে অসুস্থ হয়েছে।
রোববার (২৪ জুন) উপজেলার বাদিনারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহিম (৭)। মাহিম ওই গ্রামের শাহ আলমের ছেলে এবং সাদিক একই গ্রামের গোলাম মওলার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে বন্ধুদের সঙ্গে মাহিম ও সাদিক গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। আশেপাশে লোকজন টের পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সাদিক ও মাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ