গত ডিসেম্বরেই পাকিস্তানে এমসিসির সফর চূড়ান্ত হয়েছিল। এই উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারি) স্কোয়াড ঘোষণা করেছে এমসিসি কতৃপক্ষ। এই দলটির নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে খেলতে উদ্বুদ্ধ করতে এমসিসির উদ্যোগ হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই দল লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানস এবং ঘরোয়া টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন নর্দার্নসের সঙ্গে খেলবেন সাঙ্গাকারারা।
দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন আজমল শাহজাদ। সাঙ্গাকারার সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারাও খেলবেন পাকিস্তানে।
সফর নিয়ে এমসিসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জন স্টিভেনসন বলেছেন, ‘এ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। একটি ক্লাব হিসেবে পিসিবির মতো আমরাও পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ দেখতে চাই। আশা করি এ সফর এই লক্ষ্য পূরণে অবদান রাখবে।’
এমসিসি স্কোয়াড
কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারগেস, ওলিভার হ্যানন-ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রুলফ ফন ডার মারউই, রস হোয়াইটলি
আজকের বাজার/আরিফ