দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী বলেছেন, দেশের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাক মঙ্গলবার প্রেসিডেন্টের ক্ষমা লাভ করেছেন। দুর্নীতির দায়ে দেওয়া তার ১৭ বছরের সাজা কমিয়ে তাকে ক্ষমা করা হলো। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সাথে মন্ত্রিসভার বৈঠকের পর হান ডং-হুন সাংবাদিকদের বলেন, ‘আমল, সহনশীলতা এবং সার্বিক বিবেচনায় জাতীয় ঐক্যের দৃষ্টিকোণ থেকে বিশেষ ক্ষমা পাওয়া ১,৩০০ জনেরও বেশি লোকের নামের তালিকায় লী ছিলেন।
খবরে বলা হয়, ৮১ বছর বয়সী লী ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের দায়ে ১৭ বছরের কারাদ- ভোগ করছেন। বয়স এবং স্বাস্থ্যের অবনতির কারণে তিনি গত জুনে জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছিলেন।
কার্যতঃ এটি ছিল তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-। কারণ লী’কে এভাবে ক্ষমা করা না হলে, তাকে ৯৫ বছর বয়স পর্যন্ত কারাগারে থাকতে হতো।
দক্ষিণ কোরিয়ার সাবেক এ প্রেসিডেন্টকে ২০১৮ সালে ১৬টি ফৌজদারি মামলার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং ২০২০ সালে তাকে শাস্তি দেওয়া হয়। তিনি হুন্ডাই’র সাবেক সিইও ছিলেন।
লী ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।