রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ে গেছে ৩টি কটেজ। রোববার গভীর রাতে হঠাৎ আগুন লাগে সাজেক ভ্যালীতে। বাতাসের কারণে মুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে যায়।
রাতে লোকজন কম আর পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। সাজেক বিলাস, গরবা কটেজ ও কাচালং কটেজ নামে এই তিনটি কটেজ সম্পূর্ণ পুড়ে গেছে।
দিঘীনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ পরিচালনা করেন। তবে কি কারণে আগুন লাগলো সেটি এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।
আজকেরবাজার/ আইএম/এস