নিহতরা হলেন- মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)।
আহতদের মধ্যে মঞ্জুর বড় মেয়ে পূর্ণিমা শীলকে (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মঞ্জু। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে আগুনে দগ্ধ হয়ে মারা যায় মঞ্জু ও তার ছেলে অমিত।
তিনি বলেন, “স্থানীয় লোকজন ঘরের জানালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করলেও ছোট বোন প্রতিমাকে বাঁচাতে গিয়ে পা দগ্ধ হয় পূর্ণিমার।”
পুলিশ কর্মকর্তা রফিকুল জানান, ঘরটি মাটি ও কাঁচা বেড়ার। ঘরের বারান্দায় মাটির চুলায় রান্না করতেন মঞ্জু। সন্ধ্যায় পাতা দিয়ে রান্না করেছিলেন। ভুল করে তা না নেভানোয় রাতে আগুন লেগে যায়।
আগুন ঘরের দরজায় লাগায় তারা ভেতর থেকে বের হয়ে আসতে পারেনি বলে মনে করেন ওসি রফিকুল।
এমআর/