সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত

জেলায় আজ ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস এবং কারিমপুর এলাকার ছবি বিশ্বাস। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো।

পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে খুলনা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি (অপ:) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত দুইজন ভারতীয় নাগরিক ও ইঞ্জিনিয়ার। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। (বাসস)