সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ জেলায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯১ জনে।
খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে ছয়জনের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
নতুন শনাক্তদের মধ্যে সাংসদ রবি ছাড়া অন্যরা হলে- শহরের ইটাগাছা এলাকার ব্যবসায়ী ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর, তার স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে আবু নাসের মো. আবু সাইদ, সদর উপজেলার ঘোনা গ্রামের প্রসাদ কুমার মজুমদার এবং তালা উপজেলার মুরাকোলিয়া গ্রামের হাজিরা বেগম।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, উন্নত চিকিৎসার জন্য সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সোমবার সকালে ঢাকায় রওনা হয়েছেন।
এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সিভিল সার্জন জানান।