সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

Satkhira

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা-কেশবপুর মহাসড়কের কুমিরা বাবুর পুকুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

রোববার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জোবায়ের হোসেন (৭)। সে উপজেলার কুমিরা গ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলাম বিশ্বাসের পুত্র এবং কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

এ সময় শিশুটিকে বাঁচাতে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তিনজন আহত হয়। আহতরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের প্রশান্ত সাহার দুই পুত্র রনি সাহা (১৩) ও জনি সাহা (৮) এবং কালিগঞ্জ উপজেলার মুরারী সাহার স্ত্রী অঞ্জনা সাহা (৩৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। এরমধ্যে রনি সাহার অবস্থা আশংকাজনক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ