সাতক্ষীরায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম শিপন ওরফে আলমগীর। আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর বহ্মরাজপুর এলাকার ওয়াজেদ আলী ঢালীর ছেলে। তিনি জামিনে পলাতক রয়েছেন।
মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৩ জুলাই রাতে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আকবার আলীর মেয়ে সালমা খাতুন খুকুকে ধর্ষণের চেষ্টা করেন রফিকুল। কিন্তু ধর্ষণে ব্যর্থ হয়ে সালমাকে শ্বাসরোধে হত্যা করে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় রফিকুল। পরে এলাকাবাসী রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এই ঘটনায় সালমার বাবা আকবার আলী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে রফিকুল আদালতে জবানবন্দিও দেন।
তদন্ত শেষে কালিগঞ্জ থানার এসআই আব্দুর শুকুর মৃধা ২০০৯ সালে ২৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দিলে এই মামলার বিচারকাজ শুরু হয়।
আজকের বাজার/একেএ