সাতক্ষীরায় কলেজছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের কলেজছাত্র হাবিবুল্লাহ সরদার হত্যা দায়ে ১ জনকে মৃত্যুদণ্ড ও অপর ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ মামলায় আদালত বাকি ২৩ আসামিকে খালাস দিয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ডা. সাইফুল্লাহ পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন মামুন ও জিয়ারুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুলাই কৃষিজমিতে গভীর নলকূপের পানি বিতরণ কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান বিভাগের ছাত্র হাবিবুল্লাহ সরদার নিহত হন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

বিচারে আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দণ্ডিত অপর আসামিরা হলেন, মো. জুলফিকার, আবু হাসান, আবদুল মালেক, আবদুস সালাম, রব্বানি, বেল্লাল হোসেন, জামান, রহিম ও পিকলু। এর আগে গত ৫ জুলাই মামলার তিন আসামি নিজামুদ্দিন সরদার, তার ভাই খায়রুল্লাহ সরদার ও তাদের বোনজামাই রফিকুল ইসলাম আদালত চলাকালে পালিয়ে যায়।

সরকারপক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তপন কুমার দাস।

আজকের বাজার/একেএ