সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখী ঝড়ে রিজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রিজিয়া শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বসির আহমেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঝড়ে দেয়াল ভেঙে পড়লে দেয়াল চাপায় রাজিয়ার মৃত্যু হয়।এ সময় বিপুলসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাগফুরা তাসমিন বলেন, আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এ সংখ্যা নিরূপণ করা যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার চেষ্টা চলছে।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, ঝড়ে তার ইউনিয়নের মাড়িয়ালা, শ্রীউলা, বকচর, লাঙ্গলদাঁড়িয়া, কলিমাখালী, রাধার আঁটি, গাজীপুর , মহিষকুড় ও পুঁইজালা গ্রামের বিপুলসংখ্যক বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় বাঁধধসে বেশ কয়েকটি মাছের ঘের ক্ষতি হয়েছে।
আজকে বাজার/আরজেড