সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ডুমুরপোতা গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার প্রচার চালানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে আটক করেছে।
নিহত গৃহবধূ স্বপ্না রানী মণ্ডল (২০) একই উপজেলার ফটিকখালী গ্রামের পরিমল মণ্ডলের মেয়।
আশাশুনি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, যৌতুকের দাবিতে স্বপ্নাকে প্রশান্ত ও সবিতা প্রায়ই নির্যাতন করত। বুধবার রাতেও তাকে মারধর করে। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে সে মারা যাওয়ার পর তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে খবর ছড়ায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
আজকের বাজার /ফজলুর রহমান