সাতক্ষীরায় জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শাহীদুজ্জামানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১২ জুন) সকালে জেলা পরিষদের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।
দুদকের পরিচালক ড. আবুল হাচান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান নেন। একটি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড়করণে জনৈক শিক্ষক এক লাখ টাকা শাহীদুজ্জামানকে দেয়া মাত্র দুদক টিম তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
রাসেল/