সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ট্রাক চাপায় সোমবার এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বেলা ২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুর রহমান সানা(৪০)ডাচ-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহীদুল্যাহ সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ররাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওয়াহিদ মুর্শেদ জানান, সামসুর রহমান সানা মোটরসাইকেলযোগে অফিস শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান